আকাশপথে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের দিল্লিতে আসতে সময় লাগে প্রায় সাড়ে ১৮ ঘণ্টা। তবে তা ৩০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ক। ট্রাম্পকে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে সবসময় পাশে ছিলেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে দিয়েছেন নিজের শ্রম, ঢেলেছেন অঢেল অর্থ। ভোটে জিতেই মাস্ককে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথভাবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র দায়িত্ব দিতে চলেছেন ট্রাম্প।
মাস্ক ঘোষণা দিয়েছেন, ট্রাম্প জেতায় তার প্রতিষ্ঠান স্পেসএক্সের উচ্চাকাঙ্ক্ষী ‘পৃথিবী থেকে পৃথিবী’ তে মহাকাশ ভ্রমণের প্রকল্প এবার দ্রুতই বাস্তব রূপ নেবে।
এক দশক আগে স্পেসএক্স তাদের স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব দিয়ে জানিয়েছিল, এটা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান এবং তাদের রকেট নজিরবিহীন গতিতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণে সক্ষম হবে। স্টারশিপ প্রতিবার এক হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে। সেটি আকাশ ফুঁড়ে অন্ধকার মহাকাশে নয়; বরং কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরালে উড়ে যাবে। এভাবে সেটি এক নগর থেকে অন্য নগরে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপে করে ভ্রমণ করতে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে ২৪ মিনিট, লন্ডন থেকে নিউইয়র্ক যেতে ২৯ মিনিট, সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যেতে ৩০ মিনিট এবং নিউইয়র্ক থেকে সাংহাই যেতে সময় লাগবে ৩৯ মিনিট সময় লাগবে।
মাস্ক বলেছেন, তার এই স্বপ্ন বাস্তব হলে ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের অনেক সময় বেঁচে যাবে। যদিও এ জন্য ভ্রমণকারীদের কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে হবে।