ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ কনস্টেবলসহ ৭ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদে ডাকাতির প্রস্তুতি কালে একটি মাইক্রোবাসসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে ল্রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১২-এর হেডকোয়ার্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় জেলার জমির খান (৩৯), ফরিদপুর জেলার চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার মোঃ জহুরুল শেখ সুমন (৩৩) ও মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মীর সোহেল হোসেন(২৬), যশোহর জেলার মোঃ রাজু(৩১), গোপালগঞ্জ জেলার আইয়ুব মোল্লা(৫২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল ভোর রাতে র‌্যাব ১২-এর সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। তল্লাশি চলাকালে একটি হায়েস মাইক্রোবাস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করে

মাইক্রোবাসের থাকা চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরে গ্রেপ্তার করা ডাকাতদের যোগসাজসে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি করছিল বলে জানায় র‍্যাব।

Check Also

শিবচর উপজেলার ট্রাকের ধাক্কায় দুই আরোহী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী গুরুতর আহত। বুধবার (২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *