চুয়াডাঙ্গার জীবন নগরের সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম মিল্টনকে (৪২) আটক করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইশাবুল ইসলাম মিল্টন উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। তিনি সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করে আসছিল।