নবীন শিক্ষার্থীদের মাঝে ১,৫০০ কপি কুরআন বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের মাঝে প্রায় ১,৫০০ কপি কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের গ্যালারি কক্ষে “জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব” আয়োজিত এক নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রযোজনার অংশ হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করেন নাশীদ শিল্পী আবু উবায়দা এবং শিশু ‍শিল্পী ঈশরাক সুহায়েল।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কুরআন পাঠ অত্যাবশকীয়। কুরআন পাঠ করলেই বা এর ব্যাখ্যা করতে পারলে আমাদের লক্ষ অর্জন হবে না, লক্ষ অর্জন করতে আমাদের জীবনাচরণে কুরআনের শিক্ষা প্রতিফলিত হতে হবে।”

প্রধান আলোচক অধ্যাপক মোখতার আহমেদ বলেন, “মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন; জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এই দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা, আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন। তাইতো কুরআনের প্রথম শব্দ ইকরা (পড়)। আল্লাহ তায়ালা মানুষকে পড়তে বলেছেন, কারণ শিক্ষা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়।”

 

Check Also

স্ত্রীর শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী

রাস্তায় ছুড়ে ফেলে ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *