ওমরাহ পালনের আমন্ত্রণ খালেদা জিয়াকে সৌদি আরবের রাষ্ট্রদূতের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তাঁর সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকার।

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। কবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যাবেন, সেটাও জানতে চান। আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। সৌদি আরবের যুবরাজের পক্ষে থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।

Check Also

ইসকন উপাসনালয়ে ভাঙচুর ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের উপাসনালয় নামহট্ট সংঘে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রণয় কর্মকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *