দায়িত্ব কমলো উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (১০ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করে ৯ উপদেষ্টার মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। এতে দেখা গেছে, আসিফ নজরুলের কাছ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অন্য উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আসিফ নজরুল এখন শুধু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাবেন। এর আগে তিনি একাই তিন মন্ত্রণালয় সামলেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয় আগে ড. আসিফ নজরুলের দায়িত্বে ছিল। শেখ বশিরউদ্দীনকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব.!

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিযুক্ত আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি খাদ্য মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন অন্য উপদেষ্টাদের হাতে।

এছাড়া সালেহ উদ্দিন আহমেদের হাতে থাকলো শুধু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। আগে বাণিজ্য মন্ত্রণালয়ও সামলাচ্ছিলেন সালেহ উদ্দিন।

হাসান আরিফকে নতুন করে দেওয়া হয়েছে বেসরাকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আগে ছিলেন আসিফ মাহমুদ। সাখাওয়াত হোসেন নৌ পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন।

Check Also

স্ত্রীর শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী

রাস্তায় ছুড়ে ফেলে ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *