যেভাবে মারা গেলেন কুতুব জান

সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৯০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান।

শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। ইউপি সদস্য জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে বাবার বাড়িতে মারা যান কুতুবজান।

জানা যায়, কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয়। তিনি চলাফেরা করতে পারেন না। সেজন্য তাকে দেখাশুনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনী মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে।

বাদ আছর কুতুবজান বিবি জানাজা অনুষ্ঠত হবে বলে জানা গেছে। কানাইঘাটের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহার মরদেহ গত রোববার ভোররাতে হত্যার পর ডোবা থেকে লাশ পাশের পুকুরে ফেলার সময় স্থানীয়রা ঘাতককে আটক করে। এর আগে গত ৩ নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এ ঘটনায় চার জনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Check Also

আগামীর বাংলাদেশ গড়ার জন্য সিস্টেম সংস্কার জরুরি : সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *